যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলটাই খেলবে আজ থেকে অনুষ্ঠেয় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। যে দলটায় যুক্তরাষ্ট্রের নিজস্ব বলে কিছু নেই, অন্তত বংশানুক্রমিক ধারায়। তবে নিয়ম মেনে নাগরিকত্ব সবার আছে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বারবাডোজ, কানাডার মতো সাত দেশের সম্মিলন এই দলটিতে।
আমার ভিনদেশি তারা, জনপ্রিয় এই গানটি যেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সঙ্গে মিলেমিশে একাকার। দলটির ১৫ ক্রিকেটারের সবাই বিদেশী। অন্তত বংশ, জন্ম বা পারিবারিক সূত্রে। তবে সবাইকে এখন একসূত্রে গেঁথেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। সবচেয়ে বেশি ভারতের আটজন। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার দুইজন করে, বারবাডোজ, জ্যামাইকা, কানাডার একজন। পাঁচজনের জন্ম সরাসরি ভারতে।