গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে হামাস নেতার বিরুদ্ধেও। খবর বিবিসি
নেতানিয়াহু ঘৃণার সঙ্গে আন্তর্জাতিক আদালতের এই আদেশ প্রত্যাখান করেছেন। এর মধ্য দিয়ে বাইডেনের কথার সঙ্গে সুর মেলালেন নেতানিয়াহু। বাইডেন বলেছিলেন, ইসরায়েল ও হামাসের সঙ্গে কোনো তুলনা হয় না।
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টারের বিরুদ্ধে গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালানোয় যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।
এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধেও যুদ্ধপরাধের অভিযোগ এনেছেন করিম খান। যদিও ২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য নয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে ১২০০ মানুষকে হত্যা এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যাওয়ার কারণে হামাস নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে হামাসের এ হামলার পরিপ্রেক্ষিতে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল এতে ৩৫ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গতকাল সোমবার বাইডেন বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো তুলনা হয় না। ইসরায়েল তাদের নাগরিকদের সুরক্ষায় সব কিছুই করতে পারে।