দারুণ জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিএলের গ্রুপ পর্ব। মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হচ্ছে আইপিএলের প্লে-অফ পর্ব। প্রথম কোয়ালিফায়ারে আজ মাঠে নামবে শীর্ষে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। তবে এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
আইপিএলের শেষ পর্বেও দেখা মিলেছে বৃষ্টির। কলকাতা তো নিজেদের শেষ দুই ম্যাচই খেলতে পারেনি বৃষ্টির কারণে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বৃষ্টি হানা দিলে কোন দল ফাইনালে যাবে, কী আছে আইপিএলের নিয়মে সেই প্রশ্ন অনেকেরই।
Leave a Reply