প্রাপ্ত বয়স্ক হয়ে ইতালি ছেড়ে অন্য দেশে পাড়ি জমানোর কথা জানিয়েছেন দেশটির এক-তৃতীয়াংশের বেশি কিশোর-কিশোরীরা। এ ছাড়া নিজেদের ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তরুণ-তরুণীরা। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট ইস্ট্যাটের এক জরিপে এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে। খবর
ইউরোপের দেশ ইতালিতে জনসংখ্যা কমেই চলেছে। গত বছর দেশটিতে মাত্র ৩ লাখ ৭৯ হাজার শিশুর জন্ম হয়েছে। এ ছাড়া দেশটির মোট জনসংখ্যাও এখন ৬ কোটির কম। এমন পরিস্থিতিতে জরিপের এই ফলাফল ইতালির জন্য ভয়ংকর সতর্কবার্তা হিসেবেই হাজির হয়েছে।
২০২৩ সালে এই জপির পরিচালনা করেছে ইস্ট্যাট। ১১ থেকে ১৯ বছর বয়সীদের ওপর এই জরিপ করা হয়েছে। জরিপের মোট অংশগ্রহণকারীদের প্রায় ৩৪ শতাংশ বলেছে, বড় হওয়ার পর তারা বিদেশ পাড়ি জমাতে চান। অন্যদিকে ৪৫ শতাংশ ইতালিতে থেকে যাওয়ার ইচ্ছে পোষণ করেছে। ২১ শতাংশ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
আরও পড়ুন : বাংলাদেশিদের ভিসা পেতে দেরির কারণ জানাল ইতালি দূতাবাস
ইতালির কিশোর-কিশোরীদের সবচেয়ে পছন্দের দেশ যুক্তরাষ্ট্র। বিদেশ যেতে ইচ্ছুক এমন ছেলে-মেয়েদের ৩২ শতাংশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কথা বলেছেন। এ ছাড়া এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে স্পেন ও ব্রিটেন।
তবে ঠিক কী কারণে তারা দেশত্যাগ করতে চায় তা প্রকাশ করেনি ইস্ট্যাট। তারপরও অনবরত জন্মহার হ্রাস এবং দেশত্যাগের ইচ্ছার কারণে মানবসম্পদের যে ক্ষতি হচ্ছে তা ঠেকাতে তরুণদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
তবে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর তথ্য অনুযায়ী, ইতালিতে গত ৩০ বছরে মাত্র এক শতাংশ প্রকৃত মজুরি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ইউরোপের মধ্যে সবচেয়ে কম কর্মসংস্থানের হার হলো ইতালিতে।
Leave a Reply