ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের দলে থাকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সমালোচনাকে সঙ্গী করেই বর্তমানে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। মঙ্গলবার (২১ মে) বিসিবির প্রকাশিত এক ভিডিওতে লিটন প্রশংসায় ভাসান দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব-রিয়াদকে। বিশেষ করে দলে আসা নতুন ক্রিকেটারদের সঙ্গে তারা যেভাবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন তা মুগ্ধ করে লিটনকে।
দুই সিনিয়রের প্রশংসা করে লিটন বলেন, ‘সাকিব ভাই অনেক পুরাতন ক্রিকেটার। ওনি সবার সঙ্গে যে বিহেভ করে মনে হয় যে খুবই বন্ধুত্বপূর্ণ। রিয়াদ ভাইও এখন অনেক ফ্রেন্ডলি। ওনারা দলে আসা নতুন জুনিয়রদের সঙ্গেও ভালো বিহেভ করছে। এতে নতুন যারা দলে আসে তারাও স্বাচ্ছন্দ্যবোধ করে। যারা সিনিয়র আছে তারা সবসময় আমাদেরকে স্বাগত জানিয়েছে এবং খুবই ফ্রি মাইন্ডের।’
Leave a Reply